জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

কুমিল্লার নাঙ্গলকোটে স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে জখম

Nangalkot, Cumilla
নাঙ্গলকোট, কুমিল্লা। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

কুমিল্লার নাঙ্গলকোটে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় ওই ছাত্রীর মাকে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে রিফাত হোসেন (২১) নামের এক যুবকের বিরুদ্ধে।

এর আগে গত ১৭ এপ্রিল উপজেলার হেসাখাল ইউপির উরুকচাইল রাজামিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

থানায় লিখিত অভিযোগে অভিযুক্ত করা হয়েছে রিফাত ও রিফাতের বড় ভাই হাসান (২৫), একই গ্রামের রাজামিয়ার ছেলে ফরিদ (৩৭) ও নুরুল হককে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ‘উরুকচাউল গ্রামের নুরুল হকের ছেলে রিফাত ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন যাবত ইভটিজিং ও বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছে। বিষয়টি ছাত্রীর মা জানতে পেরে প্রতিবাদ করায় ওই দিন বিকালে রিফাত ও তার সঙ্গীরা স্কুলছাত্রীর বাড়িতে এসে তাদের ওপর হামলা, বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।’

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছাত্রীর মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার এসআই ইমাম হোসেন বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’