ডিসেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার প্রথম মেয়র নৌকার শামীম

The first mayor of Comilla's Devidwar municipality was Shamim
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার প্রথম মেয়র নৌকার শামীম। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে প্রথম মেয়র হলেন নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম শামীম। মোট চার হাজার ৩৭৮ ভোটের ব্যবধানে জয়ী হয়ে মেয়র হলেন শামীম।

সোমবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

জানা যায়, পৌর নির্বাচনের বেসরকারি ফলাফলে মো. সাইফুল ইসলাম শামীম পেয়েছেন ১২ হাজার ১৪৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নারিকেল গাছ প্রতীকের মো. আবুল কাসেম পেয়েছেন ৭ হাজার ৭৭১ ভোট। নির্বাচনে ৪ হাজার ৩৭৮ ভোটের ব্যবধানে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম শামীম।

পৌরসভায় মোট ভোটারসংখ্যা ৪৪ হাজার ৫৮৭ জন। এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দেবীদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে এম এ কাইয়ুম ভূইয়া (ক্যারম বোর্ড) চার হাজার ৯৮৮ ভোট, শাহজাহান মোল্লা (ইস্ত্রি) এক হাজার ৬৯৬ ভোট, আবুল খায়ের (কম্পিউটার) এক হাজার ৫৩৭ ভোট, এ বি এম আতিকুর রহমান বাশার (মোবাইল ফোন) ৮৭০ ভোট, সাইফুল ইসলাম সরকার (জগ) ২৩১ এবং শরিফুল ইসলাম সুমন (চামচ) ৩২৩ ভোট পেয়েছেন।

২০০২ সালে দেবিদ্বার পৌরসভা গঠিত হলেও সীমানা-সংক্রান্ত মামলা জটিলতায় দীর্ঘ ২১ বছর পরে অনুষ্ঠিত হলো এ নির্বাচন। নির্বাচনে মেয়র পদে লড়াই করেছেন আটজন। সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৬৯ জন এবং সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮ জন। পৌরসভায় মোট ভোটারসংখ্যা ৪৪ হাজার ৫৮৭ জন।