কুমিল্লার দাউদকান্দি উপজেলারর মদিনাতুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (২ অক্টোবর) ঘণ্টাব্যাপি চলা অবরোধে উপজেলার মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমূখী দুদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্নীতি, স্বেচ্ছাচারী আচরণসহ নানা অভিযোগের প্রেক্ষিতে ওই অধ্যক্ষের অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলামের অপসারণের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। গত দুই মাস ধরে আন্দোলন করেও কোন সুরাহ হচ্ছে না। এতো অনিয়মের অভিযোগ করা হলেও অধ্যক্ষকে অপসারণ না করায়। তারা মহাসড়কে নামেন বলে জানান।
এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম ও সেনাবাহিনীর একটি টিম এসে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের কথা শোনেন।
পরে উপজেলা প্রশাসনের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে মাদরাসায় ফিরে যায়। এবং যান চলাচল স্বাভাবিক হয়।