নভেম্বর ৩, ২০২৪

রবিবার ৩ নভেম্বর, ২০২৪

কুমিল্লার দাউদকান্দিতে আ.লীগের অবরোধবিরোধী মিছিল

A. League's anti-blockade march in Daudkandi, Cumilla
কুমিল্লার দাউদকান্দিতে আ.লীগের অবরোধবিরোধী মিছিল। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে আজ (১ নভেম্বর) টোলপ্লাজার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিএনপির অবরোধ কর্মসূচি প্রতিহত করতে একটি বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা মহিলা লীগ, যুব মহিলা লীগ সংগঠন।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা লীগের সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য জেবুন্নেসা জেবু, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভা প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী খন্দকার ফারুক, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক লায়লা হাসান, কেন্দ্রীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মহিলা বিষয়ক সম্পাদক ও পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর খন্দকার তাসলিমা, উত্তর জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক ইদ্রিস মিয়া,মহিলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিউলি আক্তার, আওয়ামী মহিলা লীগ নেত্রী স্বর্ণা আক্তার, যুব মহিলা লীগের সদস্য লাকি আক্তার।

পৌর যুবলীগ নেতা আল-আমিন সরকার, কাউয়ুম হোসাইন, কাউয়ুম সরকার, ছাত্র নেতা সবুজ আহমেদ, মোমিন সরকার, সাব্বির সরকার,মেহেদী সরকার, সাইফুল সরকার,মোতালেব সরকার, রুবেল সরকার, বারোপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জহির আহমেদ, শ্রমিক লীগ নেতা শান্ত সরকার প্রমুখ।