ডিসেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার চান্দিনা ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

Welcoming the newly elected Member of Parliament at the initiative of Chandina Bankers Association of Cumilla
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার চান্দিনা উপজেলার কুমিল্লা-৭ আসনের নবনির্বাচিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে চান্দিনা ব্যাংকার্স এসোসিয়েশন এর উদ্যোগে এক সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার( ২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে চান্দিনা ব্যাংকার্স এসোসিয়েশন এর আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে ও চান্দিনা সোনালী ব্যাংক শাখার ম্যানেজার মোহাম্মদ আবাদ হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিদা আক্তার, চান্দিনা ইসলামী ব্যাংক শাখার ব্যবস্হাপক মোহাম্মদ আদুল রহিম, চান্দিনা অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক তাপস কুমার সাহা, চান্দিনা উত্তরা ব্যাংক ম্যানেজার জেএম মাহমুদুল হক, চান্দিনা কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. ইব্রাহিম মিয়া , চান্দিনা কর্মসংস্থান ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. আবুল জলিলসহ চান্দিনা উপজেলার বিভিন্ন শাখা ব্যবস্থাপকগন।