নভেম্বর ১০, ২০২৪

রবিবার ১০ নভেম্বর, ২০২৪

কুমিল্লার আমড়াতলীতে বজ্রপাতে প্রাণ গেলো এক কৃষকের

A farmer died due to lightning in Comilla's Amratali
কুমিল্লার আমড়াতলীতে বজ্রপাতে প্রাণ গেলো এক কৃষকের। ছবি: সংগৃহীত

কুমিল্লায় বজ্রপাতে নুর ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের যশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়লই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

আমড়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে কামাল উদ্দিন জানান, যশপুর গ্রামের মঞ্জিল মিয়ার কৃষিজমিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন নুর ইসলাম। দুপুর ১টার দিকে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়েছে।