নভেম্বর ৮, ২০২৪

শুক্রবার ৮ নভেম্বর, ২০২৪

কুমিল্লার আদালতে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

4 days long training workshop at Cumilla court
কুমিল্লার আদালতে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ছবি: সংগৃহীত

কুমিল্লার আদালতে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুমিল্লা এর আওতাধীন সকল আদালত ও দপ্তর সমূহের কর্মচারীদের জন্য এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।

সভাপতিত্ব করেন কুমিল্লার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান। এতে আরো উপস্থিত ছিলেন বিচার বিভাগীয় সকল কমকর্তা ও কর্মচারী বৃন্দ ।

অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, এ কর্মশালার মাধ্যমে কর্মচারীদের কাজের দক্ষতা ও বিচার প্রার্থীদের সেবার মান আরো বাড়বে। তিনি বলেন, আদালতে সেবা নিতে এসে কেউ যেন কোনভাবে কেউ হয়রানীর শিকার না হয় এ বিষয়ে সকলকে দায়িত্ববান হতে হবে।