অক্টোবর ৪, ২০২৪

শুক্রবার ৪ অক্টোবর, ২০২৪

কুমিল্লায় ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

A 9-year-old schoolgirl was raped and killed in Cumilla, the main accused arrested
ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৯ বছরের স্কুলছাত্রী তাজরিন সুলতানা ঝুমুকে (৯) ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মফিজুল ইসলাম মফুকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বুধবার (১ মে) সকালে কুমিল্লা নগরীর শাকতলা র‍্যাব-১১, সি পি সি-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

আসামি মফিজুল সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

র‍্যাব ১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা, পিপিএম, পিএসপি বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘গত সোমবার (২৯ এপ্রিল) কুমিল্লার সদর দক্ষিণে ওই শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পরদিন গতকাল মঙ্গলবার নিহতের মা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এদিন রাতেই চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ফেরুয়া বাজার এলাকা থেকে মফিজুলকে গ্রেপ্তার করে পুলিশ।’

এ বিষয়ে গ্রেপ্তার মফিজুল ইসলামের বরাত দিয়ে র‍্যাব জানায়, শিশুটি তাঁর প্রতিবেশীর মেয়ে এবং পূর্বপরিচিত। সোমবার সকালে ঘটনাস্থলের পাশের রাস্তায় শিশুটির অপেক্ষায় ওত পেতে থাকেন। স্কুল থেকে বাসায় ফেরার সময় শিশুটিকে কৌশলে রাস্তার পাশের ধানি জমিতে নিয়ে ধর্ষণ করেন।

একপর্যায়ে শিশুটি চিৎকার করার চেষ্টা করলে আসামি মফিজুল তার মুখ ও গলা চেপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।