নভেম্বর ১৩, ২০২৪

বুধবার ১৩ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় ৬২০০ ইয়াবা, ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ৬২০০ ইয়াবা, ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লায় ৬২০০ ইয়াবা, ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ছবি: সংগৃহীত

গত ২২ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

এ সময় তার কাছ থেকে ছয় হাজার ২০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, নগদ ২৪,৬০০ টাকা, ২টি বাংলাদেশী পাসপোর্ট, ইয়াবা সেবন করার ২০টি বিশেষ পাইপসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার সোনালী ব্যাংক পার্শ্ববর্তী রাস্তা দিয়ে আগত একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মো. মেহেদী হাসান কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের শ্রীবল্লভপুর এলাকার বাসিন্দা।

তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।