নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় ৩ শতাধিক বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, গ্রেফতার ৫

More than 3 hundred electricity transformers stolen in Cumilla, 5 arrested
ছবি: সংগৃহীত

কুমিল্লার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতাসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের কাছ থেকে চুরাই ১৬ কেজি তামার তার, ৫০ কেজি স্টিলের পাত, ৪টি তামার কয়েল, ১৪ কেজি ৫০০ গ্রাম লোহার তার, ৩টি লোহার কয়েলের ঢাকনা এবং ২টি ট্রান্সফরমারের ঢাকনা উদ্ধার করা হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মনির হোসেন (৩২), মোঃ সোহেল (৩০), কামরুল হাসান (৩২), মাঈন উদ্দিন (২৮) এবং রুবেল আহমেদ ওরফে মিন্টু (২৯)।

গত ২৪ জানুয়ারী বুড়িচং থানাধীন কালাকচুয়া এলাকা থেকে একটি ১০ কেভি ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়। এরপর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় চোর চক্রকে শনাক্ত করে।

পুলিশ সুপার জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় ট্রান্সফরমারের তামার তার চুরি করে আসছিল। তারা দিনের বেলায় টার্গেট ট্রান্সফরমারের স্থানে রেকি করে এবং রাতের বেলা গিয়ে ট্রান্সফরমারের ঢাকনা খুলে তামার তার নিয়ে চলে আসে। ট্রান্সফরমার থেকে তামার তার চুরি করতে তাদের মাত্র ২০ থেতে ২৫ মিনিট সময় লাগে। চুরি করার পরে ট্রান্সফরমারের খালি খোলস (বক্স) সাধারণত ঘটনাস্থলেই ফেলে দেয়।

উদ্ধারকৃত মালামালের তালিকা-

  • ১৬ কেজি তামার তার
  • ৫০ কেজি ছোট-বড় স্টিলের পাত
  • ৪টি তামার কয়েল (ওজন ৪৪ কেজি)
  • ১৪ কেজি ৫০০ গ্রাম লোহার তার
  • ৩টি লোহার তৈরি কয়েলের ঢাকনা
  • ২টি ট্রান্সফরমারের ঢাকনা
  • ১টি ট্রান্সফরমারের খালি খোসা

এসপি আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদে আরও চোরাই মালামাল উদ্ধারের আশা করা হচ্ছে।