নভেম্বর ১০, ২০২৪

রবিবার ১০ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ছবি: সংগৃহীত

কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশ গত ১১ অক্টোবর অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী ইউনিয়নের ধনঞ্জয় এলাকায় অভিযান চালিয়ে নাজমুল হাসানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নাজমুল হাসান কুমিল্লার বসন্তপুর, পাঁচথুবী ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।