ডিসেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় ২৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ২৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লায় ২৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ছবি: সংগৃহীত

কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ২নং উত্তর দূর্গাপুর পালপাড়া ব্রীজ এর দক্ষিণ পাড়ে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় টিটু বিশ্বাসকে ২৮ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম টিটু বিশ্বাস (২৬), পিতা-আমজাদ হোসেন বিশ্বাস, মাতা-রাবেয়া বেগম, গ্রাম- সাতপাড়, ডাকঘর-সাতপাড়, উপজেলা/ থানা- গোপালগঞ্জ সদর, জেলা -গোপালগঞ্জ।

পরে তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।