নভেম্বর ৫, ২০২৪

মঙ্গলবার ৫ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ছবি: সংগৃহীত

কুমিল্লার কোতয়ালী মডেল থানার চকবাজার পুলিশ ফাঁড়ির অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. রিমন (২৯)। তার বাড়ি কুমিল্লার দৌলতপুরে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ০৬নং জগন্নাথপুর ইউপিস্থ গাজিপুর এক বসত ঘরের ভিতর তল্লাশী করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে মোঃ রিমনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।