কুমিল্লার কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৪০০ পিস ইয়াবা, ৪০০ পিস ট্যাপেনটেডল ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে কোতোয়ালী মডেল থানার এসআই শেখ মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম কোতোয়ালী থানাধীন আমড়াতলী দিঘীর পশ্চিম পাড়ে পাকা রাস্তার উপর অভিযান চালায়।
এ সময় অভিযানকারী দল ওই এলাকা থেকে ১৪০০ পিস ইয়াবা, ৪০০ পিস ট্যাপেনটেডল ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন কালো রংয়ের ১৫০ সিসি পালসার মোটর সাইকেল উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন- নাহিদুল হক সাজ্জাদ (২৮), মোঃ ইয়াছিন আরাফাত (২৫) ও মোঃ সোহেল (৩১)। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, ১নং আসামী নাহিদুল হক সাজ্জাদের নামে পূর্বের ৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।