নভেম্বর ৬, ২০২৪

বুধবার ৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লায় ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার । ছবি: সংগৃহীত

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ গত ৬ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আমিন উদ্দিন ভুট্টো (৫০)। তার বাড়ি কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলার ০৬নং জগন্নাথপুর ইউনিয়নের বাখরাবাদ সাকিনের মৈশান বাড়ী।

পুলিশ জানায়, কোতয়ালী মডেল থানার এসআই শেখ মফিজুর রহমান এবং সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মো. আমিন উদ্দিন ভুট্টোর বসতবাড়িতে তল্লাশি চালায়।

এ সময় তার বাড়ির দক্ষিণ ভিটির একচালা টিনসেড ঘরের পশ্চিম পাশের রুমের ভিতর থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।