অক্টোবর ৩১, ২০২৪

বৃহস্পতিবার ৩১ অক্টোবর, ২০২৪

কুমিল্লায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের প্রস্তুতি সভা ও বিক্ষোভের ডাক

Rising Cumilla - Hindu, Buddhist and Christian Unity Council call for preparatory meeting and protest in Cumilla
ছবি: সংগৃহীত

সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা দাবি বাস্তবায়ন, জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক সহিংসতা তদন্ত এবং ঐক্য পরিষদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী ২ নভেম্বর সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা মর্ডান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার রায় সভাপতিত্ব করেন।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বকসীর পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগর শাখার আহ্বায়ক খোকন চন্দ, পূজা উদযাপন পরিষদের সহসভাপতি নির্মল পাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ সরকার, মহানগর ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক শোভন কুমার দে উল্লাস, মহানগর পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক অচিন্ত্য দাশ টিটু, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক দিলীপ মজুমদারসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

এই সভায় আগামী ২ নভেম্বর কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে এবং নির্দেশনা অনুযায়ী জেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।