জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

কুমিল্লায় হয়ে গেল গরুর ‘র‍্যাম্প শো’, বিক্রিও হল গরু

Cow 'ramp show' was held in Cumilla, cows were also sold
ছবি: রাইজিং কুমিল্লা

 বর্ণিল আয়োজনে কেক কেটে কুমিল্লা গরু পাগল ভাই ব্রাদার্স (CGPB) এর চতুর্থ বছর পালিত হয়েছে। এই আয়োজন করেছেন আল-হেরা এগ্রো ও ওয়ান ফার্মা লিমিটেড। 

শুক্রবার (২৪ মে) বিকেলে আল হেরা এগ্রোতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন শত শত গরু প্রেমী ও কুমিল্লার বিভিন্ন জায়গা হতে আগত গরুর খামারের মালিকেরা।

এদিকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল গরুর র‌্যাম্প শো। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও দর্শনার্থীরা উপভোগ করেছেন এই র‌্যাম্প শো।

তাছাড়া লাইভ ওয়েটে সরাসরি গরু বিক্রয় করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ছয়টি গরু বিক্রয় হয়েছে।

এদিকে কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গা হতে আগত পুরাতন ও নতুন গরুর খামারিরা শেয়ার করেছেন গরুর প্রতি ভালোবেসে কিভাবে খামার গড়ে তুলেছেন। শেয়ার করেছেন খামারি হয়ে ওঠার গল্প।

অন্যদিকে ওয়ান ফার্মা লিমিটেড এর স্টল থেকে দেওয়া হয়েছে গরুর চিকিৎসা সম্পর্কিও নানা পরামর্শ।

এই অনুষ্ঠানের আয়োজকেরা জানিয়েছেন পরবর্তীতে কুমিল্লাতে বিশাল আকারের গরুর র‌্যাম্প শোর আয়োজন করবেন।