মে ১৮, ২০২৫

রবিবার ১৮ মে, ২০২৫

কুমিল্লায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবকের বাড়িতে নারীর অনশন

Women on hunger strike at young man's house demanding recognition of wife in Cumilla
কুমিল্লায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে নারীর অনশন। ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলার যশপুরে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে বসেছেন মৌ খান নামের এক নারী। তিনি নিজেকে যশপুর গ্রামের সফিকুর রহমানের ছেলে সাইফুল ইসলাম শামীমের স্ত্রী বলে দাবি করছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে তিনি ওই বাড়িতে অবস্থান করছেন।

সরেজমিনে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, অনশনকারী নারী মৌ খান তার শ্বশুর-শাশুড়ির পায়ে ধরে কান্নাকাটি করছেন। গোপনে বিয়ে করার জন্য ক্ষমা চাচ্ছেন। স্ত্রীর অধিকার চাচ্ছেন। তবে বার বার পায়ে ধরেও তিনি তাদের মন গলাতে পারেননি।

এদিকে, খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে সাদা পোশাক পরিহিত মৌ খান নিজের বিয়ের প্রমাণ হিসেবে কাবিননামার একটি কপি দেখান। সেখানে লেখা তথ্য অনুযায়ী, মৌ খান মানিকগঞ্জ সদর উপজেলার সাংগরপাড়া গ্রামের আবদুল লতিফের মেয়ে। গত ৩০ এপ্রিল ঢাকার সূত্রাপুর এলাকার একটি কাজী অফিসে তাদের বিয়ে হয়। তবে বিয়ের কাবিন অনুযায়ী কনে মৌ খান বর সাইফুল ইসলাম শামীমের চেয়ে আট বছরের বড়।

শামীমের বাবা সফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এমন ছেলে আমার দরকার নেই। ছেলে যেখানে নেই সেখানে ছেলের বউ থাকার সুযোগ নেই। এই নারী আমার ছেলের নামে মামলা দিয়ে ২০ লাখ টাকার ক্ষতি করেছিল। এখন আবার বাড়িতে আসছে।’

শামীমের মা খুরশিদা বেগম বলেন, ‘এই নারী আমার ছেলেকে মামলা দিয়ে জেল খাটিয়েছে। সে আমার ছেলের দ্বিগুণ বয়সী। আজকে বাড়িতে এভাবে এসে আমাদের মানসম্মান নষ্ট করেছে।’

লালমাই থানার ওসি মো. আবদুল্লাহ আল মাহফুজ শনিবার সন্ধ্যায় বলেন, ‘সারা দিন বিজয় দিবসের অনুষ্ঠানে ছিলাম। এখন অফিসে এসেছি। বিষয়টি শুনিনি। তবে এখন খবর নিচ্ছি।’

আরও পড়ুন