ফেব্রুয়ারি ২৩, ২০২৫

রবিবার ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

কুমিল্লায় ‘ডিজিটাল মাধ্যমে নারী ও তরুনীদের প্রতি সহিংসতা, ঝুঁকি ও সুরক্ষায় করণীয়ঃ চাহিদা যাচাই’ বিষয়ক মতবিনিময় সভা

Discussion meeting on 'Violence, Risks and Protection against Women and Adolescents through Digital Media: Needs Assessment' organized by Sakmid in Comilla

কুমিল্লায় সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) এর আয়োজনে ‘ডিজিটাল মাধ্যমে নারী ও তরুনীদের প্রতি সহিংসতা, ঝুঁকি ও সুরক্ষায় করণীয়ঃ চাহিদা যাচাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷

আজ মঙ্গলবার (জানুয়ারি ২৮) কুমিল্লার রেইসকোর্স-এর নিসা টাওয়ারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়৷

বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে “ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, ছাত্রী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় আয়োজিত হয় এ সভা৷

বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজিটাল মাধ্যমে তরুণীদের ঝুঁকি মোকাবিলা ও নিরাপত্তা সংকট নিরসনে এই মতবিনিময় সভায় ছিলেন কুমিল্লা শহরের বিভিন্ন স্তরের উদ্যোক্তা, সমাজকল্যাণমূলক সংস্থ্যার ব্যাক্তিত্ব, অধ্যাপক, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের অংশীজন।

সভায় উপস্থিত ছিলেন সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভলপমেন্ট এর ডেপুটি ডিরেক্টর সৈয়দ কামরুল হাসান৷

মতবিনিময় সভায় ডিজিটাল মাধ্যমে নারীদের জন্য বর্তমান পরিস্থিতি, ডিজিটাল মাধ্যম বিষয়ক ধারণা ও দক্ষতার অভাব, প্রয়োজন ও চ্যালেঞ্জ, ঝুঁকি ও নিরাপত্তাসহ সুরক্ষার উপায়, বিভিন্ন গোষ্ঠীর গল্প গুরুত্ব পায়। দলভিত্তিক আলোচনার মধ্যে দিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ ও সমাধান বিষয়ে সবার মতামত নেওয়া হয়।

মুক্ত আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল মাধ্যমে অধিকাংশ কন্টেন্ট-এর বিষয়ই হচ্ছে নারীকেন্দ্রীক৷ স্কুল পর্যায়ের মেয়ে শিক্ষার্থীদের ডিজিটাল মিডিয়া সম্পর্কে সচেতন করে তোলা জরুরি৷ শিক্ষকদের মাধ্যমে কিংবা বিভিন্ন সংগঠনের কর্মশালার মধ্য দিয়ে হলেও তাদের সচেতন করা জরুরি৷ ডিজিটাল কন্টেন্টের কারনে যে সমস্যাগুলোর সৃষ্টি হয়, যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে টাকা উত্তোলন সকল প্রক্রিয়া সম্পর্কে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে শিখিয়ে তুলতে হবে৷

বিভিন্ন পটপরিবর্তন, দূর্নীতি, স্বদিচ্ছার অভাব, আইনের অপপ্রয়োগসহ বিভিন্ন বাধা পেরিয়ে কীভাবে নারী ও তরুনীদের জন্য ডিজাটাল ভবিষ্যতে অংশগ্রহণ বাড়ানো যায় তা নিয়ে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে শেষ হয় আলোচনা সভা৷

আগামী এক বছর ‘সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভলপমেন্ট’ কুমিল্লা, খুলনা ও সিরাজগঞ্জে এই প্রকল্প নিয়ে কাজ করবে।