নভেম্বর ৬, ২০২৪

বুধবার ৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় শুরু হলো ১০ দিনব্যাপী ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচি

Rising Cumilla.Com - A 10-day goat-sheep PPR vaccination program has started in Cumilla
ছবি: প্রতিনিধি

সারাদেশের ন্যায় মঙ্গলবার সকাল থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১০ দিনব্যাপী ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

ছাগল-ভেড়ার ভাইরাসজনিত এই মারাত্মক সংক্রামক রোগ প্রতিরোধে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী পিপিআর রোগ নির্মূল কার্যক্রম-২০২৪ এর কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ কর্মসূচি শুরু হয়েছে।

জানা যায়, পিপিআর ছাগল ভেড়ার ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। রোগটি সর্বপ্রথম আইভরিকোস্টে ১৯৪২ সালে সনাক্ত হয়। বাংলাদেশে এই রোগটি ১৯৯৩ সালে দেখা গিয়েছে । এই রোগে আক্রান্তের হার প্রায় ৪০-১০০ ভাগ এবং মৃত্যুর হার ৪৫-৯০ ভাগ হতে পারে। Economic Impact of Trans boundary Animal Diseases in SAARC Countries, ২০১৩ অনুযায়ী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিবছর এই রোগে বাংলাদেশে প্রায় ১৮৪.২২ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়।

তাছাড়া, প্রজনন ক্ষমতা কমে যায়, চিকিৎসা খরচ বেশী, উৎপাদনশীলতা কমে যায় ফলে সামগ্রিক ক্ষতির পরিমান অনেক বেশী। আর্ন্তজাতিক প্রাণিস্বাস্থ্য সংস্থা (WOAH) ২০৩০ সালের মধ্যে বিশ্বকে পিপিআরমুক্ত/নির্মূল করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তরে “পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প” গ্রহণ পূর্বক বাস্তবায়ন করে যাচ্ছে।

এই প্রকল্পের আওতায় দেশব্যাপী সকল ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা প্রদান কার্যক্রম গ্রহন করা হয়েছে।

ইতোমধ্যে চাহিদা অনুযায়ী দেশের সকল জেলায় টিকা প্রেরণ করা হয়েছে। প্রকল্প সংস্থান অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ১জন ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর রয়েছে। সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাজস্ব/প্রকল্প/বেসরকারী স্বেচ্ছাসেবীর সমন্বয়ে টিম গঠন করে এই টিকা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান বলেন, মঙ্গলবার ১ অক্টোবর সকাল থেকে ১০ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে। প্রায় ১৩ হাজার ছাগল ও ভেড়ার পিপিআর টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এছাড়াও টিকাদানের কর্মসূচি আরো বাড়তে পারে। এ উপজেলার ৮টি ইউনিয়নে ৩ জন করে টিকা কার্যক্রম পরিচালনাকারীর কমিটি করা হয়েছে। ছাগল ও ভেড়া পালনকারীসহ সংশ্লিষ্ট সকলকে এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান।