কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জামিল হাসান অর্ণব (২৭) নামে এক যুুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।
নিহত অর্নব নগরীর শাসনগাছা এলাকার আজহার উদ্দিনের ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র বলে জানা গেছে।
আজ শুক্রবার (১৫ মার্চ) দুপুর ৩টার দিকে কুমিল্লার শাসনগাছা এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ আহতরা হলেন শাসনগাছা এলাকার নাজমুল জামান অনিক (২৮), চেয়ামত উল্লাহ (৩৫), নুরুল আফসার মোহন (২২) এবং নাজমুল হাসান (২৬)। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন সাংবাদিকদের জানান, শাসনগাছা লেগুনা স্ট্যান্ডের বিরোধ নিয়ে শুক্রবার জুম্মার নামাজের পর দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অর্নব নামে আহত একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
আহতদের মধ্যে নাজমুল ও অনিক নামে গুলিবিদ্ধ দু’জনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে ঢাকায় নেওয়া হচ্ছে। এছাড়া নিশু নামে আরও একজন কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন।
ওসি আরও জানান, এটা কোনো রাজনৈতিক বিরোধের ঘটনা নয়। লেগুনা-সিএনজি স্ট্যান্ডের আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।
স্থানীয় একটি সূত্র গণমাধ্যমকে জানায়, রাজনৈতিক প্রভাবে দীর্ঘদিন ধরেই শাসনগাছা লেগুনা স্ট্যান্ডসহ আশপাশের এলাকায় নীরব চাঁদাবাজি হচ্ছে। স্থানীয় সরকারদলীয় নেতারা আধিপত্য বিস্তার করে এই এসব চাঁদাবাজি করেন। এতে কদিন পরপরই আধিপত্যের লড়াই হয়। যারা ক্ষমতা প্রদর্শন করেন তারাই শাসনগাছা বাসস্ট্যান্ডের নেতৃত্ব দেন।