নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় লরি উল্টে দুই সিএনজি চাপা, রেল যোগাযোগ বন্ধ

Lorry overturned in Cumilla, two CNG filled, rail communication stopped
ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ক্রসিংয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি পণ্যবাহী লরি। আর এই লরির নিচে চাপা পড়েছে দুটি সিএনজি অটোরিকশা।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লরিটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে জিআরপি পুলিশ।

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার গণমাধ্যমকে বলেন, সকাল সাতটায় দুর্ঘটনাটি ঘটেছে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেল ক্রসিং এর উপর দুটি সিএনজিকে চাপা দেয়। যে কারণে ঢাকা থেকে চট্টগ্রামমুখী রেললাইনটি বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনটি ডাউন লাইনে ব্যবহার করে রেল চলাচল দ্রুত স্বাভাবিক করা হচ্ছে।

কুমিল্লা রেলওয়ে ইনচার্জ মোস্তফা কামাল জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে লরি ও সিএনজি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে রেললাইন বন্ধ থাকায় আশপাশের স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে বলে জানা গেছে। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।