ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় মন্দির পাহারায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা

ছবি: সংগৃহীত

দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কুমিল্লা নগরীর হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

নগরীর মন্দিরগুলোতে মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা থেকে সারা রাত পাহারায় ছিলেন তাঁরা। এশা ও ফজরের সময় মন্দিরের পাশেই খোলা জায়গায় জামাত আদায় করেন দলের কর্মীরা।

এ বিষয়ে জেলা কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমি নেতাকর্মীদের হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছি। তাদের মনে সাহস দিতে বলেছি। হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে জামায়াত রয়েছে। জামায়াত মনে করে, সংখ্যালঘু বলে দেশে কিছু নেই, সবাই দেশের নাগরিক। নগরীর সব মন্দির পরিদর্শন করেছি।

এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করা শিক্ষার্থী প্রশান্ত কর্মকার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সূত্র ধরেই আজকের এ মুহূর্ত। যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আমাদের ভাইয়েরা এত রক্ত দিয়েছে সে নতুন বাংলাদেশে যেন বৈষম্যটা না থাকে। এখনো কুমিল্লার কোনো মন্দিরে হামলার খবর পাইনি। শুনেছি জামায়াতের অনেক নেতাকর্মী মন্দির পাহারা দিচ্ছেন। এটা অত্যন্ত ভালো উদ্যোগ । এটা আমাদের অনুকরণীয় ও শিক্ষণীয়।