কুমিল্লার কোতয়ালি মডেল থানা পুলিশের অভিযানে আমদানি শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় ৭০০০ কেজি চিনি ও চোরাচালান কাজে ব্যবহৃত ০২টি পিক-আপ গাড়ি সহ ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, কোতয়ালী মডেল থানার এসআই মোহাম্মদ ইয়ামিন সুমন ও সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করার সময় কোতয়ালী মডেল থানাধীন ০৪নং আমড়াতলী ইউনিয়নের তৈলকুপি বাজারে চেকপোস্ট বসিয়েছিলেন।
এ সময় দুটি পিকআপ গাড়ি থামানোর জন্য সিগনাল দিলে গাড়ির চালকরা সিগনাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশের ধাওয়ায় একপর্যায়ে গাড়ি দুটি আটক করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – মোঃ আল আমিন (২০), মাসুদ মিয়া (৩২) ও আবু বক্কর সিদ্দিক (২২)।
পুলিশ জানায়, আটক গাড়ি দুটিতে মোট সাত হাজার কেজি ভারতীয় চিনি ছিল। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা ভারতীয় সীমান্ত এলাকা থেকে চোরাই পথে শুল্ক কর ফাঁকি দিয়ে দেশে এনে পুরাতন দেশীয় চিনির প্লাস্টিকের বস্তায় মোড়কজাত করে ঢাকার সাভার থানাধীন বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।