নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

World Tuberculosis Day celebrated in Cumilla
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল “হ্যাঁ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি।”

রবিবার (২৪ মার্চ) সকাল ৯টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে। পরে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিটি উদ্বোধন করেন কুমিল্লা জেলার  সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার।

পরে কুমিল্লা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফখরুল আবেদীন জনির সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

র‍্যালিতে অংশ নেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক ডা: মোহাম্মদ মহিউদ্দিন, সিভিল সার্জন ডা: নাছিমা আকতার, ডেপুটি সিভিল সার্জন ডা: নাজমুল আলম ও ব্রাহ্মণপাড়া উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুল হাসনাত মবিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্র‍্যাক, এস এম সি, আইসিডিডিআরবি এর বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও প্রতিনিধিগণ এবং সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।