ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় বিএসটিআই কে সাথে নিয়ে বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা

Rising Cumilla - Students are monitoring the market along with BSTI in Cumilla
ছবি: সংগৃহীত

সরকার পতনের পর দ্রব্যমূলের মান নির্ধারণ এবং ওজন নিয়ে কারসাজি পর্যবেক্ষণে কুমিল্লায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সঙ্গে বাজার পর্যবেক্ষণে নেমেছেন শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) কুমিল্লার রানির বাজারে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের বাজার মনিটরিংয়ে দেখা যায়।

এসময় বাজারে ফল-ফলাদি, সবজি ও মাছ-মাংসের দোকানে ফরমালিন পরীক্ষা এবং ওজন পরিমাপক যন্ত্র ঠিক আছে কি না, সেসব দেখা হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের কুমিল্লার অন্যতম সমন্বয় রাশেদুল হাসান বলেন, ‘অনেকেই ফরমালিন পরীক্ষা কিংবা ওজনে কারচুপির বিষয়ে হাতে-কলমে কিছুই জানেন না। তাই বিএসটিআইয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের সেসব জানিয়ে দেওয়া হচ্ছে, যেন তারা বাজার মনিটরিংয়ের সময় ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর খেয়াল রাখতে পারে।’

এ বিষয়ে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের প্রধান কেএম হান্নান বলেন, ‘শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করা হচ্ছে। তাদের এই কার্যক্রমকে আমরা স্বাগত জানাই। আমরা শিক্ষার্থীদের নিয়ে বাজারগুলোর ওজন মাপার সকল যন্ত্র পর্যবেক্ষণ করব। এছাড়া দোকানদারদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন পণ্যের মোড়কে বা বস্তায় সঠিক ওজন ও মূল্য লিখে রাখেন। যদি কোথাও কোনো অনিয়ম পাওয়া যায়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আশা করি, শিক্ষার্থীরা সচেতন হলে বাজার পরিবর্তন হয়ে যাবে।’