জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

কুমিল্লায় বাড়ী থেকে ডেকে নেয়ার ৭ দিন পর মিশুকচালকের লাশ উদ্ধার

Kotwali Police Station, Cumilla
কোতোয়ালী মডেল থানা, কুমিল্লা।—ফাইল ছবি

কুমিল্লা নগরীতে বাড়ি থেকে ডেকে নেওয়ার ৭ দিন পর পরান মিয়া (৪০) নামে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। গত ১৭ মে নগরীর টিক্কারচর এলাকার নিজ বাড়ি থেকে ডেকে নেওয়া হয় ওই মিশুক চালককে।

পরদিন তার স্ত্রী মরিয়ম বেগম একজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। নিহত পরান মিয়ার (৪০) টিক্কারচর এলাকার বাসিন্দা।

শুক্রবার (২৪ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলী এলাকার একটি সিএনজি পাম্পের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৭ মে টিক্কারচর এলাকার মিশুক চালক পরান মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার ভোলা মিয়া। একদিন পর বাড়ি ফিরে না আসায় তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা অনেক জায়গায় তাকে খোঁজাখুঁজি করেন।

পরে কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তাকে ডেকে নেয়ার পর থেকে ভোলা মিয়া পলাতক রয়েছেন।

এ বিষয়ে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম জানান, শুক্রবার সকালে একটি অজ্ঞাত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ সময় হাড়াতলী সিএনজি পাম্পের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পরান মিয়ার স্ত্রী মরিয়ম বেগমসহ পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় সন্দেহভাজনদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।