
কুমিল্লার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে এবং অসাধু ব্যবসায়ীদের প্রতিরোধ করতে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালিত হয়েছে।
গতকাল রোববার (১৩ অক্টোবর) বেলা ১১টায় নগরীর রানীর বাজার থেকে শুরু হওয়া এই অভিযানে কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
অভিযানে নেতৃত্ব দেন কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহফুজা মতিন। তাঁর সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোক্তা অধিকারের সহকারী পরিচালক, অতিরিক্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি, ক্যাবের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা।
কমিটির সদস্যরা বাজারের সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। ব্যবসায়ীদের ক্রয়কৃত পণ্যের পাকা ভাউচার সংরক্ষণ করতে বলা হয় এবং বিক্রিত পণ্যের ভাইচার দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে বিশেষ এ মনিটরিং টিমের কাছে ক্রয়কৃত পণ্যের ভাউচার দেখাতে না পারা এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মোবাইল কোর্টের মাধ্যমে তিন প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়। জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় কোতয়ালি থানা পুলিশের একটি টিমসহ বাজার কমিটির নেতৃবৃন্দও।