
কুমিল্লার তিতাস উপজেলায় নানা বাড়ি বেড়াতে গিয়ে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পরে কায়েস নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২২ মে) উপজেলার কড়িকান্দ ইউনিয়নের একলারামপুর গ্রামের নানা জাকির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
কায়েস উপজেলার সাতানী ইউনিয়নের কালাইরকান্দি গ্রামের প্রবাসী কাউছার আহমেদের ছেলে।
স্থানীয় ও এলাকা সূত্রে জানা গেছে, জাকির হোসেনের স্ত্রীর অসুস্থতার জন্য তার মেয়ে ও দুই ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকেন। দুপুরে জাকির হোসেনের নাতি কায়েস খেলা করতে করতে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির দক্ষিণপাশে নির্মাণাধীন সেফটি ট্যাংকে পড়ে যায়।
পরে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আল-আমিন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। পরে পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে গেছে।