ডিসেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় নকল চিপসের কারখানায় লক্ষ টাকার জরিমানা

A fine of lakhs of taka was imposed on fake chips factory in Cumilla
ছবি: সংগৃহীত

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে কুমিল্লা সদরের আড়াইওড়া এলাকায় নকল চিপস উৎপাদনকারী একটি কারখানায় জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ মে) দুপুরে মেসার্স রবি ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা সদরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। তিনি জানান, প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে তিনটি পণ্যের লাইসেন্স নিয়ে প্রসিদ্ধ ব্র্যান্ডের আরও আটটি পণ্যের নকল তৈরি করে বাজারে বিক্রি করছিল।

নকল পণ্যের মধ্যে রয়েছে বম্বের সুইটস কোম্পানির রিং চিপস, পটেটো চিপস ও লেইজার চিপসের নকল এবং প্রাণ কোম্পানির জিরোস চিপসের আদলে তৈরি ‘জোরস চিপস’।

অন্যদিকে চিপস ও ফুড আইটেমে ক্ষতিকর কেমিক্যালের উপস্থিতিও পাওয়া গেছে।

মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, কারখানায় উৎপাদিত নকল চিপসের পাঁচটি রিল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

এ সময় বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) হাফিজুর রহমান, জেলা স্যানেটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেনসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।