
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে বেপরোয়া গতির তিশা প্লাটিনাম পরিবহনের একটি বাসের ধাক্কায় রোকেয়া আক্তার নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টা ৩৫ থেকে ৪০ মিনিটের মধ্যে সেন্ট্রাল মেডিকেল কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রোকেয়া আক্তার তুং হিং (বিডি) ম্যানুফ্যাক্টোরী লিমিটেড-এ ট্রেইনার পদে কর্মরত ছিলেন। তিনি প্লাস্টিক প্যাকিং এ১ বিভাগ এবং নন-প্রোডাকশন শাখায় ২০১৪ সালের ৬ ডিসেম্বর থেকে কর্মরত ছিলেন বলে তার আইডি কার্ড সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অতিরিক্ত গতি নিয়ে চলছিল এবং রাস্তা পার হচ্ছিলেন রোকেয়া। এসময় বাসটি তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বাসটিকে আটক করার চেষ্টা করছে বলে জানা গেছে।