জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

কুমিল্লায় ট্রেন-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

কুমিল্লায় ট্রেন-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের
কুমিল্লায় ট্রেন-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের। ছবি: সংগৃহীত

কুমিল্লায় ঢাকা অভিমুখী আন্তঃনগর ট্রেনের সাথে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে বাবা ও ছেলেসহ ২ জন নিহত হয়েছে। শনিবার (৩ জুন) বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি পাকামুড়া এলাকা মো. সোহাগ (৩৪) ও তার ছেলে অটোরিকশাচালক সোহেল (১৪)।

জানা গেছে, সিএনজি চালক সোহাগ তার লাকসামের মুদাফফরগঞ্জের বাড়ি থেকে ছেলেকে নিয়ে দাদার বাড়ি বাতাইছড়ি এলাকায় যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে মর্মান্তিক দুর্ঘটনায় দুজন নিহত হন।

এতে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পরে ট্রেনে আটকে আরও আধা কিলোমিটার ছেঁচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা বাবা-ছেলে দুইজনই ঘটনাস্থলে মারা যান।।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার জানান, ওই সিএনজি অটোরিকশাটি রেললাইন পার হয়ে বিজয়পুর বাজারের দিকে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, সিএনজি চালক সোহাগ অসচেতনভাবে লেভেল ক্রসিং পার হচ্ছিল। তবে ওই ক্রসিংটিতে কোনো গেইট বা গেইটম্যান নেই। তাদের মরদেহ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানায় রাখা হয়েছে।