সেপ্টেম্বর ৭, ২০২৪

শনিবার ৭ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লায় ট্যাং-জুস কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

কুমিল্লায় ট্যাং-জুস কারখানায় অভিযান। ছবি: সংগৃহীত

অনিয়মের অভিযোগে একটি ট্যাং-জুস প্রস্তুতকারী প্রতিষ্ঠান‌কে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা

আজ ২৯ মার্চ ২০২৩, ৬ষ্ঠ রমজা‌ন, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ম‌হোদ‌য়ের সদয় নির্দেশনা মোতা‌বেক কু‌মিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা নগরীর বিসিক এলাকায় ইফতারি সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

কর্তৃপক্ষের যথাযথ অনু‌মোদন না থাকা ও ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করার অ‌‌ভিযোগে মেসার্স আজাদ ফুড না‌মের এক‌টি ট্যাং প্রস্তুতকারী প্রতিষ্ঠান‌কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, সহকারী পরিচালক মে: আসাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হো‌সেন, উপ‌জেলা স্যানিটারি ইন্সপেক্টর এ‌কে আজাদ এবং জেলা পুলিশের এক‌টি টিম উপস্থিত থেকে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। এ কার্যক্রম জনস্বা‌র্থে অব্যাহত থাকবে।