মার্চ ১২, ২০২৫

বুধবার ১২ মার্চ, ২০২৫

কুমিল্লায় টিকা সংকটে ঝুঁকিতে শিশুরা, উদ্বিগ্ন অভিভাবকেরা

প্রতীকি ছবি/সংগৃহীত

জানুয়ারি মাস থেকে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় শিশুদের টিকায় তীব্র সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এখনো এ সংকট কাটিয়ে উঠতে পারেনি। এ নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।

গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন এ্যান্ড ইমিনাইশেন (গ্যাভি) টিকা সরবরাহ করার কথা থাকলেও বর্তমানে এ সংস্থা থেকে তা সরবরাহ বন্ধ রয়েছে। এতে শিশুর স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় জন্মের পর থেকে ২৩ মাস বয়সের মধ্যে শিশুদের ১০টি বিভিন্ন রোগের প্রতিষেধক এই টিকা দেওয়া হয়। এসব টিকার মধ্যে পিসিভি, আইপিভি, পেন্টাভ্যালেন্ট, এমআরের সংকট চলছে।

জেলা স্বাস্থ্য বিভাগ ও ইপিআই সূত্রে কুমিল্লার মতো এমন ৩০ জেলায় টিকা সংকটের তথ্য জানা গেছে। একই সাথে বেশ কিছু জেলায় টিকার স্বল্পতার তথ্য পাওয়া গেছে।

জেলা গুলো হলো- কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মেহেরপুর, পিরোজপুর, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রংপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, ভোলা, বরগুনা, নেত্রকোনা, বাগেরহাট, কক্সবাজার, চট্টগ্রাম, কুড়িগ্রাম, পটুয়াখালী, নড়াইল, টাঙ্গাইল, ঝালকাঠি, নরসিংদী, রাজবাড়ী, যশোর, ঝিনাইদহ ও বরিশাল।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, কুমিল্লায় বিভিন্ন টিকার চাহিদা রয়েছে প্রায় ছয় লক্ষাধিক। ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি, ওপিইউ, আইপিভি টিকা জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর কোথাও সরবরাহ নেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে খবর নিয়ে জানা গেছে, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, বরুড়া, মেঘনা, লালমাই, তিতাস, দাউদকান্দি, মুরাদনগর ও দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমআর ও টিডি টিকা স্বল্প পরিমাণ সরবরাহ থাকলেও বিসিজি, পেন্টা, পিসিভি, ওপিইউ ,আইপিভি ভ্যাকসিনের সরবরাহ একেবারেই নেই।

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো টিকাই নেই।

মনোহরগঞ্জ, দেবীদ্বারসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স এমআর ও টিডি টিকা পাশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ধার করে এনে শিশুদের দেওয়া হচ্ছে, তাও স্বল্প পরিমাণে।

টিকা সংকট থাকায় সেবা গ্রহীতারা এসে ফিরে যাচ্ছেন। শিশুদের সময়মতো টিকা দিতে না পেরে এ নিয়ে উদ্বিগ্ন রয়েছেন অভিভাবকরা। কেউ কেউ সপ্তাহে ২-৩ দিন তিন স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও টিকা না পাচ্ছেন বলে অভিযোগ করেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শিশুদের জন্য জরুরি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ও রোবেলা টিকা সরবরাহ বন্ধ আছে। হুপিং কাশি, হেপাটাইটিস বি, টিটেনাসসহ প্রয়োজনীয় টিকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন সেবাপ্রত্যাশীরা।

হোমনা কলেজ রোডের বাসিন্দা বীমা কর্মী নুরুন নাহার বলেন, চার মাস বয়সী বাচ্চাকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও টিকা সরবরাহ নাই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কখন টিকা আসবে তাও বলছে না কেউ।

এ বিষয়ে জেলার ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সারোয়ার আকবর বলেন, কুমিল্লায় এমআর ও টিডি ভ্যাকসিন কিছু থাকলেও তা একেবারেই অল্প। এ ছাড়া জেলায় আর কোনো ভ্যাকসিন নেই।