
কুমিল্লায় আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সফল বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কাউট ও গার্লস গাইডদের অংশগ্রহণে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালাটির আয়োজন করে জেলা তথ্য অফিস, যা গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন। এটি ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় বক্তারা টাইফয়েডকে একটি ভয়াবহ জলবাহিত রোগ হিসেবে চিহ্নিত করেন। তারা বলেন, সুপেয় পানি পান এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করার পাশাপাশি সময়মতো টিকা গ্রহণ করলে এই রোগকে কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব।
বক্তাদের বক্তব্যে বিশেষভাবে গুরুত্ব পায় স্কাউট ও গার্লস গাইডদের ভূমিকা। তারা উল্লেখ করেন যে, এই সদস্যরা সমাজে সচেতনতা তৈরির ক্ষেত্রে অগ্রণী বাহিনী হিসেবে কাজ করতে পারে। এই কারণেই টাইফয়েড টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়ন এবং বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে বার্তা পৌঁছে দিতে তাদের এই কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।