মে ৯, ২০২৫

শুক্রবার ৯ মে, ২০২৫

কুমিল্লায় ঝুলে আছে প্রায় ৬০ হাজার এনআইডি সংশোধন আবেদন

Rising Cumilla - NID
প্রতীকি ছবি/সংগৃহীত

কুমিল্লা অঞ্চলের জেলা ও উপজেলা মিলিয়ে নির্বাচন কর্মকর্তাদের কার্যালয়ে প্রায় ৬০ হাজার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এছাড়া, এই অঞ্চলের প্রবাসীদের নতুন ভোটার হওয়ার আবেদনও অনেকটাই আটকে রয়েছে।

গতকাল সোমবার (২১ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন।

মো. শরিফুল আলম জানান, মাঠ পর্যায় থেকে ওঠে আসা প্রতিবেদন অনুযায়ী কুমিল্লা অঞ্চলে ৫৯ হাজার ৬৬৩টি এনআইডি সংশোধনের আবেদন ঝুলে আছে।

এই অঞ্চলের প্রবাসীরা সংশ্লিষ্ট দেশ থেকে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছে আট হাজার ৭৮৬টি। এর মধ্যে সাড়ে তিন হাজারের মতো আবেদন অনুমোদন হয়েছে।

এদিকে গত ৮ মাসে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এক লাখ ৬২ হাজার ৭৬৪ জন। এদের মধ্যে আবেদন অনুমোদন হয়েছে এক লাখ তিন হাজার ৩৯৮ জনের।

আরও পড়ুন