শুক্রবার ১৮ জুলাই, ২০২৫

কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে প্রতীকী ম্যারাথন

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে কুমিল্লায় একটি প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই প্রাণবন্ত আয়োজন সম্পন্ন হয়। বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নিয়ে গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্যকে স্মরণ করেন।

সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে ম্যারাথনের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে শুরু হয়ে ম্যারাথনটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামেই এসে শেষ হয়।

অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা ব্যানার ও ফেস্টুন, আর মুখে ছিল গণচেতনার স্লোগান। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে এক উৎসবমুখর পরিবেশে পরিণত করে।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার এই আয়োজন সম্পর্কে বলেন, “এই প্রতীকী ম্যারাথনের মাধ্যমে নতুন প্রজন্ম ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং মূল্যবোধ সম্পর্কে জানতে পারবে। এর ফলে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নিজেদের সচেতন ভূমিকা রাখতে উদ্বুদ্ধ হবে।”

আরও পড়ুন