নভেম্বর ৩, ২০২৪

রবিবার ৩ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় চোরাই পথে আনা ভারতীয় ওষুধসহ এক ব্যক্তি গ্রেফতার

কুমিল্লায় চোরাই পথে আনা ভারতীয় ওষুধসহ এক ব্যক্তি গ্রেফতার
কুমিল্লায় চোরাই পথে আনা ভারতীয় ওষুধসহ এক ব্যক্তি গ্রেফতার। ছবি: সংগৃহীত

কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশ ১৫ অক্টোবর ২০২৩ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধপথে আনা ২৬০ বক্স প্যারাসিটেমল ট্যাবলেট ও ২০০ বক্স ওভার কেয়ার ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মহসিন আলম (৩৬)। তিনি কুমিল্লা জেলার কোতয়ালী থানার ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৬০ বক্স প্যারাসিটেমল ট্যাবলেট ও ২০০ বক্স ওভার কেয়ার ট্যাবলেট  উদ্ধার করা হয়।

আসামীর বিরুদ্ধে আমদানি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালান আইনে মামলা করা হয়েছে।