জুলাই ৭, ২০২৫

সোমবার ৭ জুলাই, ২০২৫

কুমিল্লায় চলছে দুই দিনব্যাপী ‘শচীন মেলা’

কুমিল্লায় চলছে দুইদিনব্যাপী 'শচীন মেলা'
কুমিল্লায় চলছে দুইদিনব্যাপী 'শচীন মেলা'। ছবি: সংগৃহীত

কুমিল্লার দক্ষিণ চর্থায় সুরসম্রাট শচীন দেব বর্মণের বাড়ির প্রাঙ্গণে চলছে দুই দিনব্যাপী ‘শচীন’ মেলা।

জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ৩০, অক্টোবর দুপুরে এই মেলার উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দসহ সম্মানিত সুধীবৃন্দ।

মেলায় শচীন দেব বর্মণের জীবন ও কর্ম নিয়ে একটি প্রদর্শনী রয়েছে। এছাড়াও মেলায় গান, নাচ, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা চলবে আজ ৩১ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন