ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় গাড়ির শো-রুমে অগ্নিকান্ড

কুমিল্লায় গাড়ির শো-রুমে অগ্নিকান্ড
কুমিল্লায় গাড়ির শো-রুমে অগ্নিকান্ড। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর উপজেলার আমতলী এলাকার শনিবার রাত ১টার দিকে রমনা ইন্টারন্যাশনাল মটরস নামের একটি শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ বাসসকে বলেন, ঢাকা-চট্রগ্রামের মহাসড়কের পাশে আমতলী এলাকার রমনা ইন্টারন্যাশনাল মটরস নামের একটি গাড়ির শোরুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তিনি আরও বলেন, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণসহ পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।