নভেম্বর ৩, ২০২৪

রবিবার ৩ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় কোতয়ালী মডেল থানা কর্তৃক দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

Discussion meeting on the occasion of Durga Puja by Kotwali Model Police Station in Cumilla
কুমিল্লায় কোতয়ালী মডেল থানা কর্তৃক দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

কুমিল্লায় কোতয়ালী মডেল থানা কর্তৃক শারদীয় দুর্গাপূজা-২৩ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ অক্টোবর) থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক, কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, আদর্শ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পূজা মণ্ডপে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগর ও উপজেলা সনাতন ধর্মাবলম্বীর অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় পূজা উদযাপনের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপ্রীতিকর ঘটনা এড়াতে করণীয় ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।