সেপ্টেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ভাই নিহত

Two brothers died after being hit by a covered van in Comilla
কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ভাই নিহত। ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানের পেছনে অপর এক কাভার্ডভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে চালক ও হেলপার (সহোদর দুই ভাই) নিহত হয়েছেন।

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলা কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামের জুনাব আলীর ছেলে কাভার্ডভ্যান চালক আজিজুল হক (৩৪) ও তার আপন ভাই কাভার্ডভ্যান হেলপার রবিউল হক (২৩)।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইনচার্জ ( ইন্সপেক্টর) ওবায়েদুল হক বলেন, চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানকে অপর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। যে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে সেই কাভার্ডভ্যান পালিয়ে যায়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।