জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

কুমিল্লায় কাঁচা মরিচসহ নিত্যপণ্যের বাজারে অ‌ভিযান: ৩ প্রতিষ্ঠানকে জ‌রিমানা

Comilla raids on commodity markets including green chillies: 3 companies fined
কুমিল্লায় কাঁচা মরিচসহ নিত্যপণ্যের বাজারে অ‌ভিযান: ৩ প্রতিষ্ঠানকে জ‌রিমানা। ছবি: সংগৃহীত

আজ সোমবার (৩ জুলাই) কু‌মিল্লা নগরীর দী‌ঘিরপাড়, রানীর বাজার ও বাদশা মিয়ার বাজার ও পাইকা‌রি বাজার নিমসারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কু‌মিল্লা।

অ‌তি‌রিক্ত দামে কাঁচা ম‌রিচ সহ নিত্যপণ্য বি‌ক্রি মতো ভোক্তা অ‌ধিকার বিরোধী কর্মকা‌ণ্ডের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার ২০০ টাকা জ‌রিমানা করা হয়।

এ সময় ব্যাবসায়ীদের ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং যৌ‌ক্তিক মুনাফায় বি‌ক্রি করতে নির্দেশনা দেওয়া হয়। হ্যান্ড মাইক দিয়ে বিক্রেতা ও ক্রেতাদের সচেতন করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিক্তার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম।

সকাল সাড়ে ৮টা থেকে সহকারী পরিচালক মো: আসাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ তদার‌কি অভিযানে জেলা পুলিশের এক‌টি টিম উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন।