নভেম্বর ৮, ২০২৪

শুক্রবার ৮ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় এইচএসসিতে ঝরে পড়েছে ৫০ হাজারের বেশি শিক্ষার্থী

More than 50 thousand students have failed in HSC in Comilla
কুমিল্লায় এইচএসসিতে ঝরে পড়েছে ৫০ হাজারের বেশি শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

আজ থেকে দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। তবে এবার কুমিল্লা বোর্ডে প্রায় ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী এইচএসসিতে ঝরে পড়েছে বলে জানিয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে নগরীর কুমিল্লা সরকারি মহিলা কলেজসহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব তথ্য দিয়েছেন তিনি।

চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের জানান, করোনা পরিস্থিতির পর পরীক্ষা ভীতি এবং অর্থনৈতিক টানাপোড়নসহ নানা কারণে বেশ কিছু শিক্ষার্থী এইচএসসিতে ঝরে পড়েছে। এ বছর কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল ১ লাখ ৬১ হাজারেরও বেশি। এর মধ্যে পরীক্ষায় বসছে ১ লাখ ১১ হাজার ৩৭২ জন। ঝরে পড়েছে ৫০ হাজারেরও বেশি পরীক্ষার্থী।

তিনি আরও জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার ৪৩১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯২টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। মানবিক শাখায় ৫১ হাজার ৪শ ১৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। ব্যবসায় শিক্ষা শাখায় ৩৩হাজার ৭শ ৭জন ও বিজ্ঞান বিভাগে ২৫হাজার ৪শ ৫৬জন ।

এদিকে বোর্ড সূত্রে জানা গেছে, এবছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করছে। কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা ৩৯হাজার ৪শ ৯৪জন। নোয়াখালী জেলায় ১৮হাজার ৭শ ৮০জন, ফেনী জেলায় ১০হাজার ৭শ ৫৮জন, লক্ষীপুর জেলায় ১০হাজার ৪শ ১জন, চাঁদপুর জেলায় ১৬হাজার ৪শ ৫৬জন, ব্রাহ্মণাবাড়িয়া জেলায় ১৪হাজার ৬শ ৯২জন।