ডিসেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায়। ছবি: সংগৃহীত

কুমিল্লায় আগামী ২৯ জুন ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ থাকলে ঈদগাহের বিকল্প হিসেবে পার্শ্ববতী স্টেডিয়ামের জিমনেশিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে এক সভায় আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কোরবানির হাট ব্যবস্থাপনা চামড়া সংরক্ষণ ও কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সভায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ করা এবং পশুর বর্জ্য অপসারণসহ নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।