
কুমিল্লা নগরীর নোয়াপাড়া এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি অবৈধ ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।
গতকাল বুধবার (১৬ এপ্রিল) পরিচালিত এই অভিযানে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নোয়াপাড়ায় অবস্থিত মেসার্স রেইনবো পিওর ড্রিংকিং ওয়াটার নামক কারখানায় অভিযান চালানো হয়।
বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ জানান, রেইনবো পিওর ড্রিংকিং ওয়াটার নামক প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে যথাযথ পরিশোধন প্রক্রিয়া ছাড়াই প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করছে। এছাড়া প্রতিষ্ঠানটি গুণগত মান পরীক্ষার জন্য কোনো প্রকার সনদ গ্রহণ ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই কার্যক্রম চালিয়ে আসছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এই ধরনের অবৈধ কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফার নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ আমিনুল ইসলাম শাকিল।
এছাড়াও অভিযানে সহকারী পরিচালক (সিএম) মোঃ মোস্তাক আহম্মেদ এবং পরিদর্শক (মেট) আরিফ উদ্দিন প্রিয় এবং পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।