কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গত ২১ সেপ্টেম্বর রাতে বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন বালুতোপা এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১২ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন, ১ টি পিস্তলের গুলির খোসা, ২টি পিস্তলের কভার এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ রিপন (৩২), মোঃ সাজ্জাদ আলম (২১), কাজী আল রাব্বী (২৯) এবং মোঃ মোস্তফা রেজওয়ান হায়দার (২৯)।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ বালুতোপা এলাকায় একটি চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহজনকভাবে একটি পালসার মোটর সাইকেল ও একটি নম্বরবিহীন পালসার মোটর সাইকেল চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করে। পুলিশ তাদের আটক করে দেহ তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে।
এ ছাড়াও আসামী মোঃ মোস্তফা রেজওয়ান হায়দারকে আরও জিজ্ঞাসাবাদে তার ঠাকুরপাড়ার বাড়ি হতে আরও ৭ রাউন্ড গুলি, ০২টি ম্যাগজিন, ০১ টি পিস্তলের গুলির খোসা ও ০২টি পিস্তলের কভার উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।