নভেম্বর ৩, ২০২৪

রবিবার ৩ নভেম্বর, ২০২৪

কুবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ‘স্বাস্থ্য বাতায়ন’ ক্যাম্পেইনের আয়োজন

কুবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের 'স্বাস্থ্য বাতায়ন' ক্যাম্পেইনের আয়োজন
কুবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের 'স্বাস্থ্য বাতায়ন' ক্যাম্পেইনের আয়োজন। ছবি: কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘স্বাস্থ্য বাতায়ন’ কার্যক্রম নিয়ে ক্যাম্পেইন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

পাবলিক রিলেশনস কোর্স’র অংশ হিসাবে সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ ক্যাম্পেইন পরিচালনা করে।

গত ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর সপ্তাহব্যাপী কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর, বিজয়পুর ও কোটবাড়ি এলাকায় এ ক্যাম্পেইন পরিচালনা করেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

এছাড়াও বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশেপাশের বাড়ি ঘরে,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, দোকানপাটসহ মসজিদগুলোতে এ ক্যাম্পেইন পরিচালনা করেন।
শিক্ষার্থীরা জানান, বর্তমান আধুনিক যুগে মানুষ যে ঘরে বসে চিকিৎসা সেবা নিতে পারে কিন্তু তা অনেক মানুষ জানে না। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে স্বাস্থ্য বাতায়ন আছে তা নিয়ে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে ক্যাম্পেইন পরিচালনা করেছি।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বাতায়নে ১৬২৬৩ নাম্বারে কল দিয়ে যে কেউ স্বাস্থ্য সেবা নিতে পারে। সেখানে বিশেষজ্ঞ ডাক্তাররা পরামর্শসহ ওষুধপত্রের তালিকা এসএমএস সার্ভিসের মাধ্যমে রোগীর মোবাইলে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে শাহেনা আক্তার (৪৫) নামে এক নারী বলেন, এত সহজে ডাক্তারের পরামর্শ নেওয়া যায় তা আগে জানতাম না। আমি নানান অসুখে ভুগি।

আমার প্রতি মাসে ১২-১৫ হাজার টাকার ওষুধের পিছনে ব্যয় হয়। তার সাথে ডাক্তারের ফি তো আছেই। আপনারা আমার বড়ই উপকার করলেন। এছাড়া আমি বিষয়টি গ্রামের সবাইকে বলবো।