ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

কুবির সাংবাদিকতা বিভাগে নতুন বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান

Rising Cumilla - Mahmudul Hasan is the new department head in Kubir's journalism department
ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম এর মেয়াদ পূর্ণ হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংশোধিত আইন-২০১৩ এর ধারা ২৪(৩) মোতাবেক পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক মাহমুদুল হাসানকে আগামী ১৫-১১-২০২৪ থেকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উক্ত বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।