নভেম্বর ৪, ২০২৪

সোমবার ৪ নভেম্বর, ২০২৪

কুবিতে নবীনদের বরণ ও প্রবীণ বিদায় দিলো হবিগঞ্জের বন্ধন

কুবিতে নবীনদের বরণ ও প্রবীণ বিদায় দিলো হবিগঞ্জের বন্ধন
কুবিতে নবীনদের বরণ ও প্রবীণ বিদায় দিলো হবিগঞ্জের বন্ধন। ছবি: কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন হবিগঞ্জের বন্ধন’র নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় দেয়া হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল এগারোটায় সামাজিক বিজ্ঞান অনুষদের ৪০৯ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজের সঞ্চালনায় এবং শাহরিয়ার আশরাফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর সাবেক পরিচালক অধ্যাপক. ড. মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে নবীনদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, এখানে আসার আগে যে স্বপ্ন তুমি দেখে এসেছো সেটা তুমি স্বার্থক করবে।

সময়টাকে কাজে লাগাবে। জীবনে অনেক সময়ই আসবে যখন সময়টাকে চাইলেও আর কাজে লাগাইতে পারবেনা। তাই এখনোই তোমাদের জন্য সবচেয়ে উপযুক্ত সময় নিজেকে নিজের স্বপ্নের কাছে নিয়ে যাওয়ার।

এসময় নবীনদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, জীবনের প্রতিটা মুহুর্তে তোমরা পজিটিভ থাকবে। পজিটিভ থাকলেই জীবনের স্বার্থকতা আসবে। পরিশ্রম করে যেতে হবে নিজেকে প্রমাণের জন্য।

এসময় ব্র‍্যাক মাইক্রোফাইন্যান্স এর ক্রেডিট অফিসার (প্রগতি) এবং হবিগঞ্জ বন্ধনের উপদেষ্টা ও সাবেক সভাপতি মো: আতিকুর রহমান, হবিগঞ্জ বন্ধনের উপদেষ্টা ও সাবেক সভাপতি এম সাইদুর রহমান অপু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ রুবেল, কৃষিবিদ ফয়সাল আহমদ সোহান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।